ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সম্পর্কে সিলমোহর! কি বললেন হর্ষবর্ধন? বিস্তারিত জানুন
Thursday, June 10 2021, 7:23 am

বি-টাউন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছিল । অবশেষে অনিল কাপূরের ছেলে হর্ষবর্ধন কাপুর তাঁদের সম্পর্কে সিলমোহর দিলেন। প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে বারংবার এই দুজন তারকাকে একসাথে দেখা গেছে। যদিওবা সংবাদমাধ্যমের সামনে এবিষয়ে তারা কোনো মন্তব্য প্রকাশ করেননি। কিন্তু এবিষয়ে হর্ষবর্ধন কাপুর জানিয়েছেন, এই দুই বি-টাউন তারকা একে অপরকে ডেটিং করছেন। এরপরেই প্রায় শোরগোল পরে গেছে বলি পাড়ায়।
- Related topics -
- বিনোদন
- সেলিব্রিটি
- অভিনেতা
- অভিনেত্রী