লাইফস্টাইল

আরেক মহামারীর সম্মুখে ভারতীয় পুরুষরা, 'ভায়াগ্রা' সঙ্গম হয়ে যাচ্ছে ওষুধ নির্ভর

আরেক মহামারীর সম্মুখে ভারতীয় পুরুষরা, 'ভায়াগ্রা' সঙ্গম হয়ে যাচ্ছে ওষুধ নির্ভর
Key Highlights

যৌন সঙ্গম দুর্বলতার কারণে চিকিৎসকেরা যৌন বলবর্ধক ওষুধ 'ভায়াগ্রা'-র প্রয়োগ করেন। ভায়াগ্রায় থাকা যৌগটির নাম ‘সিলডেনাফিল সাইট্রেট’। প্রকৃত ভায়াগ্রা আমেরিকার ফাইজার কোম্পানির তৈরি করেছিল, যার দাম ভারতে তৈরী ভায়াগ্রার থেকে প্রায় ১০ গুন বেশি। ‘অল ইন্ডিয়া অরগ্যানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস’-এর পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ১০ বছরে প্রায় ৫০ শতাংশের কাছাকাছি ভায়াগ্রার বিক্রি বৃদ্ধি পেয়েছে। ‘আইএমএ’-এর প্রাক্তন প্রধান কেকে অগ্রবালের মতে মানসিক চাপ কাটাতে যারা এই ধরণের ওষুধ খান, তারা ক্ষনিকের জন্য স্বস্তি পেলেও নিজেদের অজান্তেই আসক্ত হয়ে পরে। এর ফলে পুরুষদের বন্ধ্যাত্ব, সঙ্গম কালে আকর্ষণ বোধ না করা এবং যৌনাঙ্গের শিথিলতার মতো সমস্যা বাড়ে।