Pankaj Dhir | প্রয়াত বি আর চোপড়া মহাভারতের ‘কর্ণ’, অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে

Wednesday, October 15 2025, 3:24 pm
highlightKey Highlights

অভিনেতা পঙ্কজ ধীরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় আবার শোকের ছায়া নেমে এলো গোটা চলচ্চিত্র জগত জুড়ে।


বিনোদন জগতে ফের ধাক্কা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেতা পঙ্কজ ধীর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে CINTAA (সিনেমা ও টিভি শিল্পী সমিতি) সদস্য অমিত বহল। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জানা গিয়েছে,ক্যান্সারের সাথে লড়ছিলেন তিনি। কয়েক মাস আগে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষরক্ষা হলো না। নিজের দীর্ঘ কেরিয়ারে একদিকে যেমন ‘মহাভারত’, ‘চন্দ্রকান্তা’, ‘দেব কা দেব মহাদেব’ সিরিয়ালে অভিনয় করেছেন অন্যদিকে কাজ করেছেন ‘টারজান’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’, ‘সোলজার’ সহ বহু ছবিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File