দেশ

Rahul Gandhi | মহাজোটের ডাকে বিহারে রাহুল গান্ধী, হেলিকপ্টার ল্যান্ডিংয়ের অনুমতি খারিজ করলো জেলাশাসক

Rahul Gandhi | মহাজোটের ডাকে বিহারে রাহুল গান্ধী, হেলিকপ্টার ল্যান্ডিংয়ের অনুমতি খারিজ করলো জেলাশাসক
Key Highlights

কর্মসূচি শুরুর আগে বাঁধল বিপত্তি। রাহুল গান্ধীর হেলিকপ্টার অবতরণের অনুমতি দিলেন না জেলাশাসক।

সামনেই বিধানসভা নির্বাচন। ১৭ আগস্ট মহাজোটের ডাকে বিহারের সাসারাম থেকে ‘ভোটাধিকার যাত্রা’ শুরুর ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচীতে যোগ দিতে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যদিও এখনও কর্মসূচির অনুমতি দেয়নি বিহার পুলিশ। সূত্রের খবর, শহরের ভেতরে রাহুল গান্ধীর হেলিকপ্টার অবতরণের অনুমতি খারিজ করেছে প্রশাসন। আরজেডি সাংসদ সুধাকর সিং জানিয়েছেন, “প্রশাসন যদি অনুমতি নাও দেয় রাহুল ও তেজস্বীর কপ্টার অবশ্যই অবতরণ করবে এবং যে কোনও মূল্যে পদযাত্রা হবেই। জোটের সমস্ত নেতৃত্ব এই কর্মসূচিতে যোগ দেবেন।”