IPL 2025 | বরুণ-শ্রদ্ধার জুটি, সঙ্গে অরিজিতের সুর! ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একের পর এক চমক!

ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ভারতের ক্রিকেট মহারণ।
আর দুদিন পরেই শুরু আইপিএল। ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ভারতের ক্রিকেট মহারণ। উদ্বোধনী ম্যাচে নামবে কেকেআর ও আরসিবি। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন কোন কোন তারকা? জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা।সঙ্গে থাকছেন অরিজিৎ সিংও। বরুণ, শ্রদ্ধা, অরিজিতদের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েজন তারকারা পারফর্ম করবেন বলে খবর। বোর্ডের আরও বেশ কিছু ভাবনা রয়েছে। পুরোটা এখনও চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে, মোটামুটি আধ ঘণ্টার অনুষ্ঠান হতে পারে।