Vaibhav Suryavanshi | ৩৫ বলে শতরান! মরসুমের দ্রুততম হাফসেঞ্চুরি! অন্যন্য রেকর্ড 'বেবি বস' বৈভবের!

Monday, April 28 2025, 5:42 pm
highlightKey Highlights

৩৫ বলে শতরান করে মাত্র ১৪ বছর বয়সেই নজির বৈভব সূর্যবংশীর। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন রাজস্থানের বৈভব।


৩৫ বলে শতরান করে মাত্র ১৪ বছর বয়সেই নজির বৈভব সূর্যবংশীর। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিলেন রাজস্থানের বৈভব। সোমবার গুজরাটের বিরুদ্ধে মাঠে নাম রাজস্থান রয়্যালস। সেখানেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২১০ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলল বৈভব। আইপিএলে সবথেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটারের নাম ক্রিস গেইল (৩০ বল)। সোমবার ৩৫ বলে ১০০ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন বৈভব সূর্যবংশী। এদিকে মাত্র ১৭ বলেই হাফসেঞ্চুরি করে চলতি মরশুমের দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়লো 'বেবি বস'!




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File