বিজ্ঞান ও প্রযুক্তি

ISRO Chairman । সরছেন এস সোমনাথ, ইসরোর প্রধানের পদে এবার কে বসবেন ? জানালো কর্মকর্তারা

ISRO Chairman । সরছেন এস সোমনাথ, ইসরোর প্রধানের পদে এবার কে বসবেন ? জানালো কর্মকর্তারা
Key Highlights

ইসরো প্রধান এবং মহাকাশ বিভাগের সচিবের পাশাপাশি আগামী ২ বছরের জন্যে স্পেস কমিশনের চেয়ারম্যান পদ সামলাবেন ভি নারায়ণন।

মেয়াদ ফুরোচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান এস সোমনাথের।  তাঁর উত্তরসূরির নাম ঘোষণা করলো ইসরো। সোমনাথের পর ইসরোর প্রধান হবেন ভি নারায়ণন। সামলাবেন মহাকাশ বিভাগের প্রধানের পদটিও। পাশাপাশি স্পেস কমিশনের চেয়ারম্যান পদ সামলাবেন তিনি। ১৪ জানুয়ারি তিনি পদ গ্রহণ করবেন। প্রসঙ্গত, ভি নারায়ণ একজন রকেট এবং স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ। ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করেছিলেন তিনি। রকেট এবং মহাকাশযান চালনায় তাঁর ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। ছিলেন লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টরও।