Uttarkashi | কারোর ফুসফুসে ঢুকেছে কাদা, কারোর গলায় আটকে পাথর! উত্তরকাশীর হড়পা বান বিপর্যয়ে ভয়াবহ অবস্থা আহতদের!

যেসকল গ্রামবাসী এবং সেনা জওয়ানদের উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা প্রায় সকলেই ভেঙে পড়েছেন মানসিকভাবে।
মেঘ ভাঙা বৃষ্টির জেরে সৃষ্ট হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। পাথর ভর্তি কাদা জলে চাপা পরে গিয়েছে ক্ষীরগঙ্গার তীরবর্তী ধরালি গ্রাম। প্রকৃতির ধ্বংসলীলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের, নিখোঁজ বহু। এদিকে যেসকল গ্রামবাসী এবং সেনা জওয়ানদের উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তারা প্রায় সকলেই ভেঙে পড়েছেন মানসিকভাবে। জানা গিয়েছে, আহতদের মধ্যে কারোর ফুসফুসে কাদা ঢুকে গিয়েছে, আবার কারোর পাঁজরের হাড় ভেঙে গেছে। অনেকের আবার গলায় পাথর ঢুকে গিয়েছে, ভেঙে গিয়েছে হাড়।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখন্ড
- হরপা বাণ
- প্রাকৃতিক দুর্যোগ