অবিশ্বাস্য ঘটনা! হিমবাহের স্রোতে সুড়ঙ্গের মুখ বন্ধ হওয়ার পরেও বেঁচে ফিরলেন ১৬ শ্রমিক
Sunday, February 7 2021, 6:00 pm
Key Highlightsউত্তরাখণ্ডের চামোলিতে তপোবনের কাছে টানেল থেকে উদ্ধার হওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিদ্যুৎপ্রকল্পের এক কর্মী। রবিবার সকালে নন্দাদেবী হিমবাহের একটা অংশ আচকাই ভেঙে গিয়ে পাহাড় বেয়ে নেমে আসে। যার জেরে উত্তরাখণ্ডের জোশীমঠে আচমকাই হড়পা বানের সৃষ্টি হয়। ধৌলিগঙ্গা এবং অলকানন্দা নদীর জলের মাত্রা বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু জলের তোড়ে ভেসে যায়। এই ঘটনায় ১৫০ জন নিখোঁজ হয়ে গিয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে প্রশাসন।
- Related topics -
- দেশ
- উত্তরাখণ্ড
- বিদ্যুৎ প্রকল্প

