Uttarakhand Accident | নৈনিতালে খাদে পড়লো যাত্রীবাহী গাড়ি, মৃত্যু তিন শিক্ষকের, আহত ১
Sunday, November 23 2025, 5:22 am
Key Highlightsশনিবার রাতে একটি প্যাসেঞ্জার ভেহিক্যাল খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে খালে পড়ে যায়।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে নৈনিতাল জেলার গরমপানি এলাকায় খৈরনা-কাঞ্চিধাম রুটে চলছিল একটি প্যাসেঞ্জার ভর্তি গাড়ি। রতিঘাটের কাছে আসতেই গাড়িটি প্রায় ৬০ মিটার গভীর খাদে পড়ে যায়। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)। শুরু হয় উদ্ধারকাজ। এঘটনায় মৃত্যু হয়েছে তিন শিক্ষকের। দুর্ঘটনায় মৃতেরা হলেন সঞ্জয় বিষ্ঠ, সুরেন্দ্র ভান্ডারি এবং পুষ্কর ভাইসোরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর এক শিক্ষক মনোজ কুমার। মৃতেরা সকলেই উত্তরাখণ্ডের বাসিন্দা।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা
- মৃত্যু

