ট্রাম্প বনাম বিডেন! সরকারিভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা, ম্যাজিক ফিগার ছোঁয়ার মুখে বিডেন ।
Thursday, November 5 2020, 10:19 am
 Key Highlights
Key Highlightsগত কয়েকদিন ধরেই "মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ২০২০" অর্থাৎ ট্রাম্প বনাম বিডেন কে হবে পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি তা নিয়ে জল্পনা তুঙ্গে। চলছে ভোট গণনা। ইতিমধ্যেই ট্রাম্পের অভিযোগ বিডেন তাঁর ভোট চুরি করেছে, এমনকি সেই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি। বর্তমান ফলাফল অনুযায়ী, বিডেন এগিয়ে আছেন ২৬৪টি আসনে, অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে ২১৪টি আসন। আর মাত্র ৬টি আসন জিতলেই '২৭০' ম্যাজিক ফিগার ছুঁয়ে পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি হবেন জো বিডেন। প্রসংগত, বিডেন ঝুলিতে মহিলা ভোট বেশি পরেছে বলে জানা যাচ্ছে।
-  Related topics - 
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ট্রাম্প
- বাইডেন
- নির্বাচন

 
 