JD Vance | শুল্ক যুদ্ধের আবহে সপরিবারে ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স!

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারত ও ইতালি সফর করবেন।
মসনদে বসেই ভারত, ইতালি, চিন সহ বিশ্বের বহু শক্তিধর দেশের সাথে শুল্কযুদ্ধে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই শুল্ক যুদ্ধের আবহেই ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সপরিবারে ভারত ও ইতালি সফর করবেন প্রেসিডেন্ট ভান্স। এদেশে এসে তিনি অভিন্ন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন বলে খবর। নয়াদিল্লি সফরে জয়পুর এবং আগ্রাতেও যাবেন তিনি।