India-America | শুল্ক যুদ্ধের আবহে ভারতকে ছাড় দেবে ট্রাম্প প্রশাসন? দিল্লিতে আজ বাণিজ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধিরা!
Wednesday, March 26 2025, 9:05 am
Key Highlightsভারত ও আমেরিকার বাণিজ্য বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি শুল্ক ছাড় ও দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা সরাতে বুধবার দিল্লিতে বাণিজ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রতিনিধিরা।
অবশেষে শুল্ক নীতি নিয়ে সুর নরম আমেরিকার। ভারত ও আমেরিকার বাণিজ্য বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি শুল্ক ছাড় ও দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা সরাতে বুধবার দিল্লিতে বাণিজ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রতিনিধিরা।আলোচনা সদর্থক পথে এগোলে ভারতের জন্য শুল্কে বিশেষ ছাড় ঘোষণা করতে পারে ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, আমেরিকা থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলারের পণ্যে ৫৫ শতাংশের উপর শুল্ক কমাতে রাজি হতে পারে ভারত। যার বিনিময়ে আমেরিকা প্রতিশোধ মূলক শুল্ক নীতি থেকে মুক্ত করতে পারে ভারতকে।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - মার্কিন যুক্তরাষ্ট্র
 - আমেরিকা
 - ট্রাম্প
 - ডোনাল্ড ট্রাম্প
 - বাণিজ্য
 - ব্যবসা বাণিজ্য
 - দেশ
 - ভারত
 - নয়াদিল্লি
 - ট্যাক্স
 

 