Donald Trump | ফোন ধরেননি মোদী, গোঁসা ট্রাম্পের, কোয়াড সম্মেলনের নেমতন্নে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট?

বছরশেষে ট্রাম্পের ভারতে আসার কথা থাকলেও তিনি সমস্ত পরিকল্পনা বাতিল করেছেন। এর পিছনে অবশ্যই রয়েছে এই মুহূর্তে বহুলচর্চিত ট্রাম্প-মোদি সম্পর্কের ফাটল।
অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকা এই চার দেশ নিয়ে গঠিত কোয়াড। এবছরের শেষে কোয়াড সম্মেলন আয়োজিত হবে ভারতে। শনিবার ‘নিউইয়র্ক টাইমস’এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোয়াডে যোগ দিতে আসবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের আসার সমস্ত পরিকল্পনাই নাকি বাতিল করেছেন ট্রাম! নেপথ্যে ফোন কল! প্রতিবেদনের দাবি, গত ১৭ জুন বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা রিসিভ করেননি মোদী। শুল্কযুদ্ধের আবহে নারদ-নারদ লাগার ভয়ে কূটনৈতিক মহল।