আন্তর্জাতিক

Plane Crash | ফের ভেঙে পড়লো বিমান! F 35 ফাইটার জেট ভেঙেই কুণ্ডলী পাকিয়ে জ্বলে যায় আগুন!

Plane Crash | ফের ভেঙে পড়লো বিমান! F 35 ফাইটার জেট ভেঙেই কুণ্ডলী  পাকিয়ে জ্বলে যায় আগুন!
Key Highlights

ফের বিমান দুর্ঘটনা! ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার যুদ্ধবিমান।

ফের বিমান দুর্ঘটনা! ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার যুদ্ধবিমান। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নৌবাহিনীর এয়ার স্টেশন লেমুরের কাছে ভেঙে পরে মার্কিন নৌসেনার যুদ্ধবিমান F 35 ফাইটার জেট। বিমান দুর্ঘটনার ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফাইটার জেটটি ভেঙে পড়ার পরেই সেটি কুণ্ডলী পাকিয়ে যায় এবং উঠতে থাকে কালো ধোঁয়া। যদিও বরাত জোরে নিরাপদে বেরিয়ে আসেন ওই বিমানের পাইলট। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।