আন্তর্জাতিক

Nagorno-Karabakh যুদ্ধে জড়াল আর্মেনিয়া-আজারবাইজান

Nagorno-Karabakh যুদ্ধে জড়াল আর্মেনিয়া-আজারবাইজান
Key Highlights

আজারবাইজান ও আর্মেনিয়া দুই দেশই সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল। নব্বইয়ের দশকে সোভিয়েতের পতনের পরই সীমান্ত সংঘাত শুরু হয় তাদের মধ্যে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আবারও লড়াই শুরু করেছে দুই দেশের সেনাবাহিনী বলে। ইউক্রেন সংঘাতের আবহে ফের যুদ্ধে জড়াল আর্মেনিয়া ও আজারবাইজান।

সম্প্রতি বিতর্কিত নাগর্নো-কারাবাখ (Nagorno-Karabakh) অঞ্চলে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উঁচু জায়গা দখল করেছে আজারবাইজানের সেনাবাহিনী। পালটা হামলা চালিয়েছে আর্মেনিয়ার ফৌজও। এই সংঘর্ষে দু’পক্ষেই বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে খবর। তবুও জায়গা ছাড়তে রাজি নয় বাকু বা ইয়েরেভান কেউই।

এই সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন বিদেশ দপ্তর দুই পক্ষের কাছেই লড়াই থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার আবেদন জানিয়েছে। বিশ্লেষকদের মতে, আর্মেনিয়াকে বরাবর মদত জুগিয়ে এসেছে রাশিয়া (Russia)। কিন্তু ইউক্রেন যুদ্ধে আপাতত অন্যদিকে নজর দেওয়ার ফুরসত নেই পুতিন বাহিনীর। সেই সুযোগই কাজে লাগাচ্ছে আজারবাইজান।

প্রসঙ্গত, উল্লেখ্য, ৪ হাজার ৪০০ বর্গকিলোমিটারের বিতর্কত নাগর্নো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভৌগলিক সীমানার মধ্যেও হলেও আর্মেনীয় বিদ্রোহীদের দখলে। এই অঞ্চলের দখল নিয়ে আর্মেনিয়া-আজাবাইজান মতবিরোধের সূচনা ১৯৮৮ সালে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সদ্যস্বাধীন দুই দেশের মতবিরোধ গড়ায় সামরিক সংঘাতে। এই অঞ্চলের প্রায় দেড় লক্ষ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান। ১৯৯৪ সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে নাগর্নো-কারাবাখ এবং আশপাশের বেশ কিছু অঞ্চল প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আর্মেনিয়ার নিয়ন্ত্রণে। ২০১৬ সালেও ওই এলাকার দখল নিতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছিল আজারবাইজান ফৌজ।


Tahira Kashyap | 'আমার জন্য দ্বিতীয় রাউন্ড...'! নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ!
LPG | এক ধাক্কায় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা! ছাড় নেই উজ্জ্বলা যোজনার উপভোক্তাদেরও!
SSC 2016 | SSC নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের!
Mamata on SSC | ‘আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব’! যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের আশ্বাস মমতার!
Banke Bihari Temple | বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে প্রণামীর টাকা চুরি! অভিযোগের তীর এক ব্যাঙ্ক কর্মীর দিকে
Bangladesh | অশান্তি জারি বাংলাদেশে, প্রাক্তন মন্ত্রী মুজিবুল হকের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতীরা
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]