ব্যাপক রদবদল মার্কিন সেনার পোশাকে, মহিলারা বাধতে পারবে ঝুটি, পড়তে পারবেন নেলপলিশ

Thursday, January 28 2021, 11:14 am
highlightKey Highlights

মার্কিন সরকার সেনাবাহিনীর পোশাকে করল রদবদল। মহিলারা এবার থেকে ঝুঁটি বাঁধতে পারবেন, লিপস্টিক পরতে পারবেন। পাশাপাশি সন্তানকে স্তন্যদানের ক্ষেত্রেও সুবিধা পাবেন মহিলা সেনারা। বদল আনা হচ্ছে হেলমেট বা টুপির গড়নেও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। বৃহস্পতিবার আমেরিকার সেনাবাহিনীর টুইট করে একথা জানানো হয়েছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানান, ‘বিষয়টি সহজ: আমেরিকা তখনই নিরাপদ, যখন প্রত্যেকে খোলা মনে এবং গর্বের সঙ্গে নিজের কাজটা করতে পারবেন’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File