এসি ঘরে বসে টুইট করে না মানুষের পাশে থেকে, মানুষের জন্য কাজ করতে চান অভিনেত্রী ঊর্মিলা।

Thursday, December 24 2020, 12:42 pm
এসি ঘরে বসে টুইট করে না মানুষের পাশে থেকে, মানুষের জন্য কাজ করতে চান অভিনেত্রী ঊর্মিলা।
highlightKey Highlights

শিবসেনায় সদ্য যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। তবে কংগ্রেসের সঙ্গে তাঁর স্বল্পকালের যোগ নিয়ে কোনও আফসোস নেই তাঁর। একই সঙ্গে বিরোধী দলের নেতৃত্বের প্রতিও তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন ঊর্মিলা। ঊর্মিলা জানান, রাজ্যপালের কোটায় মহারাষ্ট্রের বিধান পরিষদে কংগ্রেস তাঁকে আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিল। পরবর্তী কালে শিবসেনার পক্ষ থেকে সেই প্রস্তাব গ্রহণ করেন তিনি। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি যদিও এখনও রাজ্যের তরফ থেকে পাঠানো নামের তালিকা মঞ্জুর করেননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File