OBC Case | কাটছে না ওবিসি মামলা নিয়ে জট, দ্রুত শুনানির আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট!
Tuesday, August 12 2025, 8:40 am

ওবিসি মামলায় একাধিক জটিলতা দূর করার দাবি জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানায় রাজ্য। তবে সেই আবেদন ফিরিয়ে দিলো শীর্ষ আদালত।
রাজ্যে OBC নিয়ে কিছুতেই কাটছে না জট। এই আবহে ওবিসি মামলায় একাধিক জটিলতা দূর করার দাবি জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানায় রাজ্য। তবে সেই আবেদন ফিরিয়ে দিলো শীর্ষ আদালত। এর ফলে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে দিল শীর্ষ আদালত। এদিকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি সূত্রে জানা গিয়েছে, শীর্ষ আদালতে এই মামলার সম্ভাব্য শুনানির দিন ধার্য করেছে আগামী ৯ সেপ্টেম্বর। আইনজীবীরা বলছেন সেক্ষেত্রে IA বা ইন্টার লোকেটারব অ্যাপ্লিকেশন মামলার শুনানি একই দিনে হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত