দেশআরোগ্য সেতু অ্যাপে কোভিড টিকা স্টেটাস আপডেট বাধ্যতামূলক

Key Highlightsদেশজুড়ে একদিকে করোনা অতিমারী পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, অন্যদিকে করোনা টিকাকরণও করা হচ্ছে। করোনা সচেতনতায় কেন্দ্রীয় সরকার দেশবাসীর জন্য আরোগ্য সেতু অ্যাপ তৈরী করেছিল। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে টিকাকরণের সমস্ত কর্মসূচি চলছে। অনেকে করোনা টিকা নিয়েছেন, কিন্তু তাদের মধ্যে অনেকে এই মোবাইল অ্যাপ আরোগ্য সেতুতে কোনোরকম স্টেটাস আপডেট করেননি। তাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, করোনা টিকা নেওয়ার পর তার স্টেটাস মাথাপিছু আপডেট করতে হবে ।