Train Late | মাঝ রাস্তায় থমকালো জন শতাব্দী এক্সপ্রেস! শক্তিগড়ে দুর্ভোগ যাত্রীদের

Sunday, April 20 2025, 2:34 pm
highlightKey Highlights

আপ হাওড়া পাটনা জন শতাব্দী (স্পেশাল) এক্সপ্রেস যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল শক্তিগড় স্টেশনে।


ফের ট্রেন বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের কারণে শক্তিগড় স্টেশনে থমকে গেল আপ হাওড়া পাটনা জন শতাব্দী (স্পেশাল) এক্সপ্রেস। সূত্রের খবর, শক্তিগড় স্টেশনে ঢোকার আগে আচমকা কয়েকজন যাত্রী খেয়াল করেন ট্রেনের একটি বগির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়তে শুরু করেন যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। জানা যায়, ব্রেকবাইণ্ডিং এর কারণে ট্রেনের চাকা ও ব্রেকের ঘর্ষণে ওই ধোঁয়া বের হয়েছে। পাল্লারোড ও শক্তিগড় স্টেশনের মাঝে ১৫ মিনিট দাঁড়ানোর পর ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File