Farmers Protest | কৃষিজমি সংক্রান্ত একাধিক দাবি নিয়ে সংসদ অভিযানের ডাক উত্তরপ্রদেশের কৃষকদের! কড়া নিরাপত্তা দিল্লিতে
কৃষিজমি অধিগ্রহণে পর্যাপ্ত ক্ষতিপূরণ, চাকরি, পুনর্বাসন, অধিগৃহীত জমির ২০ শতাংশ ফেরত সহ নানা দাবি নিয়ে আজ সংসদ অভিযানের ডাক দিয়েছেন উত্তরপ্রদেশের কৃষকরা।
কৃষিজমি অধিগ্রহণে পর্যাপ্ত ক্ষতিপূরণ, চাকরি, পুনর্বাসন, অধিগৃহীত জমির ২০ শতাংশ ফেরত সহ নানা দাবি নিয়ে আজ সংসদ অভিযানের ডাক দিয়েছেন উত্তরপ্রদেশের কৃষকরা। এদিকে কৃষকদের সংসদ অভিযানের ফলে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী ও দিল্লি লাগোয়া অঞ্চল। কৃষকদের এই অভিযানে অংশ নেবে কিসান মজদুর মোর্চা এবং সংযুক্ত কিসান মোর্চার সদস্য ছাড়াও আগ্রা, আলিগড়, বুলন্দশহর সহ উত্তর্পরেদেশের ২০টি জেলার কৃষকরা। উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বরও দিল্লি অভিযানের কর্মসূচি রয়েছে কিসান মজদুর সংঘর্ষ কমিটি।