খেজুরিতে যুবকের রহস্যমৃত্যু, যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় খেজুরিতে

Thursday, April 8 2021, 1:12 pm
highlightKey Highlights

ভূপতিনগরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনার যেতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বুধবার গভীর রাতে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। যার জেরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা এলাকায় ভূপতিনগর এলাকা। মৃতের নাম, শম্ভু বারুই (২৭)। পরিবারের দাবি, ওইদিন রাতে কারও ফোন পেয়ে খেজুরির নাজির বাজার এলাকার বাড়ি থেকে বেরিয়েছিলেন শম্ভু। আর বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার সকালে ভূপতিনগরের ওই যুবকের রক্তাক্ত দেহ নজরে আসে স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File