আন্তর্জাতিক

Germany | জার্মানির রেলস্টেশনে অজ্ঞাত আততায়ীর হামলা, ছুরিকাঘাতে আহত ১৮ জন, আশঙ্কাজনক ৩

Germany | জার্মানির রেলস্টেশনে অজ্ঞাত আততায়ীর হামলা, ছুরিকাঘাতে আহত ১৮ জন, আশঙ্কাজনক ৩
Key Highlights

হ্যামবুর্গ রেলস্টেশনে ছুরি নিয়ে হামলা এক অজ্ঞাত পরিচয় আততায়ীর। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়াী, আততায়ীর এলোপাথরি ছুরির আঘাতে আহত ১৮ জন যাত্রী।

জার্মানিতে অজ্ঞাত আততায়ীর হামলায় আহত হলো একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে জাৰ্মানির হ্যামবুর্গ রেলস্টেশনে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সন্ধে ৬টার পরে ভিড় রেলস্টেশনে আচমকাই এক ব্যক্তি এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে। ছুরিকাঘাতে আহত হন ১৮জন যাত্রী। দ্রুত আততায়ীকে আটক করে নিরাপত্তারক্ষীরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।