Income Tax Bill | আজই সংসদে পেশ হতে পারে নতুন ইনকাম ট্যাক্স বিল! কী কী পরিবর্তন থাকছে নয়া বিলে?
Thursday, February 13 2025, 7:01 am
Key Highlightsআজ, বৃহস্পতিবার সংসদে নতুন ইনকাম ট্যাক্স বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আজ, বৃহস্পতিবার সংসদে নতুন ইনকাম ট্যাক্স বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই বিলের একটি খসড়া সামনে এসেছে। জানা গিয়েছে, এই বিলে আইনের ভাষা সহজ করার চেষ্টা হয়েছে, নতুন আয়কর বিল তুলনায় ছোট হতে চলেছে। এতে ২০১ পাতা কম থাকবে। তবে নতুন আয়কর বিলে আইনের ধারার সংখ্যা বেড়েছে। থাকছে ৫৩৬টি ধারা। নতুন আয়কর বিল অনুযায়ী, নিউ ট্যাক্স রেজ়িম বা নতুন কর কাঠামোকে ডিফল্ট হিসাবে ধরা হবে। তাই বলে পুরনো করকাঠামো উঠে যাচ্ছে না।
- Related topics -
- দেশ
- ভারত
- অর্থনীতি
- অর্থনৈতিক
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী
- নির্মলা সীতারামন
- নির্মলা সীতারামণ
- আয়কর আইন

