SSC | অসুস্থ হয়ে পড়লেন আন্দোলনরত চাকরিহারা! 'অবস্থা বেশ সঙ্কটজনক' বলেন চিকিৎসক!
Tuesday, April 22 2025, 7:22 am

সোমবার 'যোগ্য, অযোগ্যদের' তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি SSC।
সোমবার 'যোগ্য, অযোগ্যদের' তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি SSC। এরপরই রাতভর মধ্যশিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিহারারা। এরপর সকালে অসুস্থ হয়ে পড়লেন এক চাকরিহারা। তাঁকে দেখতে আসেন চিকিৎসক তমোনাশ ঘোষ। তাঁর পালস রেট মেপে সঙ্গে সঙ্গেই ORS খাওয়ানো হয়। চিকিৎসক জানান, ওই চাকরিহারার অবস্থা বেশ সঙ্কটজনক। তিনি বলেন, “পর্যাপ্ত জল পাচ্ছে না। ওরা জল খেতেও পারছে না। জল খাওয়ার পর বাথরুম যেতেও সমস্যা। কারণ এখানে সমস্ত বাথরুম বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে মহিলারা অনেক কম জল খেয়েছেন।”