Operation Shiv Shakti | অপারেশন মহাদেবের পর এবার শিবশক্তি! কাশ্মীরে খতম আরও ২ পাক জঙ্গি!
Wednesday, July 30 2025, 6:29 am

বুধবার অপারেশন শিবশক্তির অধীনে আরও ২ পাক অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করল সেনা।
চলতি সপ্তাহের সোমবার অপারেশন মহাদেবের অধীনে পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা। এবার আজ, বুধবার অপারেশন শিবশক্তির অধীনে আরও ২ পাক অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করল সেনা। সূত্রের খবর, আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে এনকাউন্টার শুরু হয়েছিল সেনা এবং অনুপ্রবেশকারীদের মধ্যে। সেই সংঘর্ষেই নিকেশ হয় ২ জঙ্গি। সেনা সূত্রে খবর, এই জঙ্গিদের কাছ থেকে ৩টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।