কেন্দ্রের চাপে পড়ে সরকার বিরোধী ‘খলিস্তানপন্থী’ অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
Wednesday, February 10 2021, 3:12 pm
Key Highlights
টুইটারের নীতি ভঙ্গ করেছে যে যে অ্যাকাউন্ট সেগুলি ডিলিট করেছে সংস্থা। বলা যেতে পারে কেন্দ্রের চাপে পড়েই সরকার বিরোধী, ‘খলিস্তানপন্থী’ কিছু অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার কর্তৃপক্ষ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের চিহ্নিত করে দেওয়া সেই হ্যান্ডেলগুলিকে বন্ধ করা হয়েছে। তবে শুধুমাত্র এই নিয়ম ভারতের গ্রাহকদের জন্যই, কারণ বিদেশিদের হ্যান্ডেলকে বন্ধ করা হবে না বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ব্লগ পোস্টে টুইটার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সাংবাদিক বা সংবাদমাধ্যমের কর্মী, সমাজকর্মী এবং রাজনীতিবিদদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে না। টুইটার কেন্দ্রকে স্পষ্ট জানিয়েছে, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না করে ভারতীয় আইনের মধ্যে থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
- Related topics -
- টেকনোলজি
- টুইটার
- কৃষক প্রতিবাদ