Santosh Trophy । ফের অপরাজিত বাংলা! সন্তোষ ট্রফির শেষ আটে পৌঁছলো সঞ্জয় সেনের ছেলেরা

Thursday, December 26 2024, 4:54 pm
Santosh Trophy । ফের অপরাজিত বাংলা! সন্তোষ ট্রফির শেষ আটে পৌঁছলো সঞ্জয় সেনের ছেলেরা
highlightKey Highlights

সন্তোষ ট্রফিতে অশ্বমেধের ঘোড়া সঞ্জয় সেনের বাংলা। গ্রুপের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্ভিসেসকে হারিয়ে শেষ আটে যাওয়া নিশ্চিত করল নরহরিরা।


সন্তোষ ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্ভিসেসকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিলো বাংলা দল। এখনও অবধি অপরাজিত রয়েছে সঞ্জয় সেনের ছেলেরা। সার্ভিসেসের বিরুদ্ধে ম্যাচে একঝাঁক নিয়মিত ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। তবে ম্যাচে তাঁর প্রভাব পড়লনা। সহজেই ৩ গোল করলো দল। দ্বিতীয়ার্ধে বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন বাসুদেব মান্ডি। কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ২৬ ডিসেম্বর। প্রতিপক্ষ এখনও ঘোষণা হয়নি। বাংলার এমন দুর্দান্ত ফর্মে আশায় বুক বাঁধছেন সমর্থকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File