Jasprit Bumrah | বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা! বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ করলেন তারকা পেসার
Thursday, January 9 2025, 9:13 am
Key Highlights
অস্ট্রেলিয়া সফর থেকেই পিঠের চোটে কাবু তারকা পেসার। জানা গিয়েছে, এবার বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ করেছেন তিনি।
ফের অস্ত্রোপচার হবে জশপ্রীত বুমরাহর? অস্ট্রেলিয়া সফর থেকেই পিঠের চোটে কাবু তারকা পেসার। জানা গিয়েছে, এবার বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ করেছেন তিনি। গোটা বিষয়টি জানানো হয়েছে বিসিসিআইকেও। সূত্রের খবর, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেই নিয়ে বিশেষ শর্ত দিয়েছেন বিদেশি সার্জেন রোয়ান। তাঁর মতে, তারকা পেসার যদি বল করার পরে পিঠে ব্যথা অনুভব না করেন, তাহলে মেগা টুর্নামেন্টে নামতে পারবেন বুমরাহ। তবে তারকা পেসারের চট কতটা গুরুতর সে সম্পর্কে এখনও জানা যায়নি।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- জসপ্রীত বুমরাহ
- যশপ্রীত বুমরাহ
- চ্যাম্পিয়ন্স ট্রফি