UN | পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা রাষ্ট্রপুঞ্জের! ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেন মহাসচিব !
Tuesday, May 6 2025, 3:10 am

ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। এই আবহে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।
পহেলগাঁও হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। এই আবহে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এক বিবৃতিতে তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে পিছিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে গুতেরেস বলেন, 'উভয় পক্ষই যেন কোনো ভুল না করে। সামরিক সমাধান কোনো সমাধান নয়।