Ukraine Attack on Moscow | মস্কোতে ইউক্রেনের প্রায় ৩৪টি ড্রোন দিয়ে বৃহত্তম হামলা! আতঙ্কে রুশ রাজধানী

Sunday, November 10 2024, 1:26 pm
Ukraine Attack on Moscow | মস্কোতে ইউক্রেনের প্রায় ৩৪টি ড্রোন দিয়ে বৃহত্তম হামলা! আতঙ্কে রুশ রাজধানী
highlightKey Highlights

ইউক্রেনের তরফে রবিবার মস্কোয় প্রায় ৩৪টি ড্রোন দিয়ে আক্রমণ করা হয়।


রাশিয়ার রাজধানী মস্কোয় বড়োসড়ো ড্রোন হামলা চালাল কিয়েভ! জানা গিয়েছে, ইউক্রেনের তরফে রবিবার মস্কোয় প্রায় ৩৪টি ড্রোন দিয়ে আক্রমণ করা হয়। নিরাপত্তার জন্য ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলি কমপক্ষে ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দিয়েছে। ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে, তারা রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে আক্রমণ করেছে। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এদিন রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালানো হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File