আন্তর্জাতিক

Russia Ukraine War: বাড়ছে রাশিয়ার হামলা, দুশ্চিন্তায় ইউক্রেন !

Russia Ukraine War: বাড়ছে রাশিয়ার হামলা, দুশ্চিন্তায় ইউক্রেন !
Key Highlights

মস্কোর দাবি, ইউরোপ-আমেরিকার পাঠানো অস্ত্র যে সব জায়গা মজুত করা ছিল, সব ধ্বংস করে দিয়েছে রাশিয়ান সেনাবাহিনী।

চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। গোয়েন্দা সূত্রে কহবোৰ অনুযায়ী, রাশিয়া গণহত্যা চালাতে পারে ইউক্রেনে। ১৯৬০-এর দশকের কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে ইউক্রেনের সাধারণ বসতি লক্ষ্য করে। যা কি না যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম, তা জমিতে এসে পড়লে কী হতে পারে, তার প্রমাদ গুণছে ইউক্রেন। অন্যদিকে, ইউক্রেনে যুদ্ধাস্ত্রও প্রায় শেষের দিকে। পশ্চিমের কাছে তারা আবেদন জানিয়েছে, দ্রুত পাঠানো হোক হাতিয়ার।

ট্যাঙ্ক-ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত ছিল। এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। আমেরিকা ও ইউরোপের দেশগুলির পাঠানো গোলা মজুত ছিল। সব ধ্বংস করে দেওয়া হয়েছে।

 রুশ প্রতিরক্ষা মন্ত্রক

যদিও বা এই ঘটনা স্বীকার করতে নারাজ জেলেনস্কির ইউক্রেন। তবে  মস্কোর দাবি, ইউরোপ-আমেরিকার পাঠানো অস্ত্র যে সব জায়গা মজুত করা ছিল, সব ধ্বংস করে দিয়েছে তারা। রিপোর্ট অনুযায়ী, পশ্চিম ইউক্রেনের শহর চোর্টকিভে রকেট হানা চালায় মস্কো। তাতে একটি ইউক্রেনীয় সেনা ঘাঁটি আংশিক ধ্বংস হওয়ার খবর রয়েছে। ২২ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। 

তা ছাড়া, যুদ্ধ এখনই শেষ হওয়ার কোনও ইঙ্গিত নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের  প্রতিশ্রুতি অনুযায়ী, ১০৮ এম৭৭৭ হাওয়াইৎজ়ার ও ২ লক্ষ ২০ হাজার রাউন্ড অস্ত্র পাঠাবে। কিন্তু তারও বেশিটাই যুদ্ধক্ষেত্রে রয়েছে। এখনও আমেরিকার হিমারস মাল্টিপল রকেট সিস্টেম আসা বাকি রয়েছে। কিন্তু তা ইউক্রেন হাতে পেলেও ব্যবহার করতে আরও বেশ কয়েক সপ্তাহ চলে যাবে।


Indian Envoy | 'যেখানে সবচেয়ে কম দামে মিলবে সেখান থেকেই তেল কিনবে ভারত', স্পষ্ট জানালেন ভারতীয় রাষ্ট্রদূত!
Recruitment Scam | নিয়োগ দুর্নীতি মামলায় ফের জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা! তল্লাশি চললো 'পিসি'র বাড়ি-সহ পাঁচ জায়গায়!
Narendra Modi | ছাব্বিশের নির্বাচনই পাখির চোখ, চতুর্থবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদী
Ukraine-Russia War | রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে ড্রোন হামলা করলো ইউক্রেন
Election Commission | লক্ষ্য ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ করা, অভিযোগ আসতেই ২৮টি পদক্ষেপ পদক্ষেপ ঘোষণা নির্বাচন কমিশনের!
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo