UEFA Nations League | বসনিয়া হার্জিগোভিনাকে ৭:০ গোলে পরাস্ত করে রেকর্ড গড়লো জার্মানি
Sunday, November 17 2024, 6:17 am
Key Highlightsনেশনস লিগে বসনিয়া হার্জিগোভিনাকে ৭:০ গোলে পরাস্ত করল জার্মানি।
নেশনস লিগে বসনিয়া হার্জিগোভিনাকে ৭:০ গোলে পরাস্ত করল জার্মানি। রেকর্ড তৈরি করা ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইৎর্জ় ও টিম ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল করেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ় ও লেরয় সানে। এই ম্যাচে ৭ গোল দেওয়ার ফলে নেশনস লিগে জার্মানি হল প্রথম দল যারা এত গোল করলো। অর্থাৎ ইতিহাস তৈরী করলো জার্মানি। প্রসঙ্গত, জার্মানি আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। এই ম্যাচটা ছিল গ্রুপের শীর্ষে থাকার।

