EPFO | বাড়ানো হলো UAN লিঙ্ক ও অ্যাক্টিভেশনের সময়সীমা! কত তারিখের মধ্যে সারতে হবে এই কাজ?
ELI বা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমের জন্য UAN লিঙ্কের সময়সীমা বৃদ্ধি করল EPFO।
ELI বা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমের জন্য UAN লিঙ্কের সময়সীমা বৃদ্ধি করল EPFO। এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশনের তরফ থেকে জানা গিয়েছে, এই কাজের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে।পাশাপাশি UAN অ্যাক্টিভেশনের সময়ও ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়সীমা আগে ৩০ নভেম্বর পর্যন্ত ছিল। উল্লেখ্য, এই অর্থবর্ষে চাকরিতে নতুন যোগদানকারীরা যাতে এমপ্লয়মেন্ট সংক্রান্ত ইনসেন্টিভ স্কিমের সুবিধা পান সে জন্যই UAN অ্যাক্টিভেশনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে EPFOর তরফে।