STF | আগ্নেয়াস্ত্রর পর এবার তিন লক্ষ টাকার জাল নোট সহ বড়বাজার থেকে গ্রেপ্তার ২
Wednesday, May 28 2025, 4:05 pm
Key Highlightsতিন লক্ষ টাকার জাল নোট সহ বড়বাজার এলাকা থেকে এসটিএফের গোয়েন্দাদের জালে ধরা পড়েছে অভিযুক্ত।
কদিন আগেই কলকাতার ধর্মতলায় ব্যাগভর্তি অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এক যুবক। এবার জাল নোট সহ কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হলো দুই ব্যক্তি। তাঁদের কাছ থেকে তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের নাম মহম্মদ আখতার এবং মহম্মদ আবিদ। ধৃত মহম্মদ আখতারকে জেরা করে আবিদকে জোড়াসাঁকো এলাকা থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃতদের আজ আদালতে পেশ করা হয়। শুনানির পর ধৃত আখতারকে পুলিশ হেফাজত এবং আবিদকে মেডিক্যাল গ্রাউন্ডে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

