Double Cyclone | 'মোকা'র পর ধেয়ে আসছে 'তেজ' ও 'বিপর্যয়'! আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে দুই ঘূর্ণিঝড়!

Thursday, June 1 2023, 12:16 pm
highlightKey Highlights

জুন মাসের শুরু দিকেই আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে 'তেজ' ও 'বিপর্যয়' ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে তা এখনও জানা যায়নি।


জুন মাসের শুরু থেকেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী জুলাই পর্যন্ত ফের শিখরে চড়তে চলেছে তাপমাত্রার পারদ। তবে এরই মধ্যে আরব সাগর (Arabian Sea) ও বঙ্গোপসাগরে (Bay Of Bengal)  জোড়া ঘূর্ণিঝড় (Double Cyclone) 'তেজ' ও 'বিপর্যয়ে'র সৃষ্টির খবর। জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই তৈরী হতে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone)।

আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে দুই ঘূর্ণিঝড়
আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে দুই ঘূর্ণিঝড়

আবহাওয়া অফিস সূত্রে খবর, জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে বঙ্গোপসাগর ও আরব সাগরে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করা হয়নি। আপাতত মৌসম ভবন (Mausam Bhavan) সূত্রে জানা গিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা শক্তি সঞ্চয় করে রবি-সোমবার নাগাদ নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ৫ই জুন থেকে ৭ই জুনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে। এর প্রভাব বেশি পড়বে পূর্ব মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।  অবশেষে ৮-৯ জুনের মধ্যে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

Trending Updates
জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা
জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা

সূত্রের খবর, উত্তর আন্দামান সাগর (North Andaman Sea ) এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলে (Southern Myanmar Coast) তৈরী এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে "বিপর্যয়" (Biporjoy)। এই নাম দিয়েছে বাংলাদেশ (Bangladesh)। প্রাথমিকভাবে মায়ানমার (Myanmar) ও বাংলাদেশ অভিমুখ হলেও শেষ পর্যন্ত অভিমুখ পরিবর্তন হবে কিনা সেই সম্পর্কে এখনও জানতে পারেননি আবহাওয়াবিদরা। এমনকি উত্তর বঙ্গোপসাগরে "বিপর্যয়"র কতটা প্রভাব পড়বে সে বিষয়েও জানা যায়নি। তবে আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে এই নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে ধারণা।

ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে তা এখনও জানা যায়নি
ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে তা এখনও জানা যায়নি

"বিপর্যয়"র পাশাপাশি আরবসাগরে তৈরী হতে পারে আরেক ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, আগামী শনি-রবিবার নাগাদ দক্ষিণ আরবসাগরে তৈরী হতে পারে ঘুর্ণাবর্ত। যা ৫-৭ জুনের মধ্যে কেরল উপকূলের (Kerala Coast) কাছাকাছি দক্ষিণ আরব সাগরে নিম্নচাপে পরিণত হবে। পরে তা গভীর নিম্নচাপে রূপান্তর হয়ে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উপকূল বরাবর মহারাষ্ট্র (Maharashtra) ও গুজরাট (Gujarat) উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, ৮ই জুন থেকে ১০ জুনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের (India) দেওয়া নাম অনুযায়ী এই ঘূর্ণিঝড় "তেজ" (Tez) নাম নিয়ে উপকূল বরাবর সমুদ্রেই অবস্থান করবে। প্রাথমিক ধারণা, এই ঘূর্ণিঝড় ভারত কিংবা পাকিস্তানের (Pakistan) উপকূলে আছড়ে পড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File