Poonch | পাকিস্তানি গোলাবর্ষণে প্রাণ কাড়লো দুই শিশুর! 'অন্ত্র বেরিয়ে এসেছিল' বললেন জোয়া-আয়ানের মা!

Wednesday, May 14 2025, 3:46 am
highlightKey Highlights

গত ৭ মে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় তাদের ভাড়া বাড়ির উপর উড়ে এসে পড়ে পাকিস্তান সেনার মর্টার শেল। এরপরই অকালেই ঝরে গেল দু’টি কুঁড়ি, জোয়া এবং আয়ান খান।


পাকিস্তানি গোলাবর্ষণে মৃত্যু ১২ বছর বয়সি যমজ ভাইবোনের। গত ৭ মে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় তাদের ভাড়া বাড়ির উপর উড়ে এসে পড়ে পাকিস্তান সেনার মর্টার শেল। এরপরই অকালেই ঝরে গেল দু’টি কুঁড়ি, জোয়া এবং আয়ান খান। ঘটনায় গুরুতর আহত তাদের বাবা। জম্মুর এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এখনও জানেন না দুই সন্তানের মৃত্যুর কথা। মানসিক ভাবে বিধ্বস্ত জোয়া ও আয়ানের মা উরশা খান জানান, ‘‘শেলের আঘাতে আয়ানের শরীরে অন্ত্র বেরিয়ে এসেছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যে দু’জনেই মারা যায়।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File