Key Highlights
ভারতের আইনকে সম্মান করা উচিত, কেন্দ্রের কড়া বার্তা টুইটারকে। বুধবার ভারত সরকার টুইটার সম্পর্কে প্রবল অসন্তুষ্টি প্রকাশ করেছে। কারণ, যতগুলি অ্যাকাউন্ট চিন্থিত করে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়ার জন্য, তা সব কটি বন্ধ করেনি টুইটার। সরকারি হুঁশিয়ারি অগ্রাহ্য করায় বিপাকে পড়তে পারে এই জায়েন্ট সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। এদিন মন্ত্রক থেকে জানান হয়েছে, "আইনসম্মতভাবে দেশের আইন শৃঙ্খলা যে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। বাইরে থেকে ব্যবসা করতে এলে তাঁকে ভারতের আইন মেনে চলতে হবে। যদি তা না মানে বা এর জন্য সময় নেয় তবে তা অর্থহীন এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে।"
- Related topics -
- টেকনোলজি
- টুইটার
- ভারত
- ভারত সরকার