দেশদেশের মানচিত্র বিকৃত করার অভিযোগে ভারতে টুইটারের প্রধানকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ
টুইটারের ওয়েবসাইট-এ ভারতবর্ষের বিকৃত মানচিত্র দেখতে পাওয়া যায়। সেখানে জম্মু ও কাশ্মীরকে দেশের বাইরে দেখানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারা এবং তথ্যপ্রযুক্তি সংশোধিত আইন, ২০০৮-এর ৭৪ নম্বর ধারায় ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মণীশকে এবং টুইটারের ওয়েবসাইট থেকে বিকৃত ভারতীয় মানচিত্রকে সরিয়ে দেওয়া হয়েছে।