ভোটচুরির অভিযোগকে আপত্তিকর তকমা! যুক্তরাষ্ট্রে ভোটগণনার দিন ট্রাম্প ও ট্যুইটারের যুদ্ধ।
Wednesday, November 4 2020, 12:34 pm
Key Highlightsমার্কিন যুক্তরাষ্ট্রে ভোটগণনার দিনেও জারি রইল ডোনাল্ড ট্রাম্প ও ট্যুইটারের মধ্যে যুদ্ধ। এর আগে একাধিকবার ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে সোশ্যাল মিডিয়া সাইট ট্যুইটার জুড়ে দিয়েছিল আপত্তিকর কথাবার্তার তকমা। বুধবারও ফের একবার ঘটল তেমনটাই। প্রকাশ্যে মুখ খোলার আগে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প দাবি করেন, প্রতিপক্ষ জো বিডেনের ডেমোক্র্যাটরা ভোটচুরির চেষ্টা করছেন তাঁর এই ট্যুইটের কিছুক্ষণের মধ্যেই ট্যুইটটিকে ফ্ল্যাগ করে দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। সংস্থার নিয়মানুযায়ী, আপত্তিকর কথাবার্তা বা মিথ্যে তথ্য দিলে সেক্ষেত্রে তারা ফ্ল্যাগ করে দেবে যে কোনও টুইট।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- us election
- মার্কিন নির্বাচন ২০২০

