Tutu Bose | আজও মোহনবাগান গ্রহণ করলো না টুটু বোসের পদত্যাগ পত্র! 'টুটুবাবুর অনেক অবদান' বললেন ক্লাব সহ সভাপতি!
Friday, May 16 2025, 1:31 pm

এপ্রিল মাসের শেষের দিকে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্বপনসাধন বোস তথা টুটু বোস। কিন্তু তাঁর পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি সবুজ মেরুন শিবির।
আজও নেওয়া হলো না টুটু বোসের পদত্যাগ পত্র। এপ্রিল মাসের শেষের দিকে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্বপনসাধন বোস তথা টুটু বোস। কিন্তু তাঁর পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি সবুজ মেরুন শিবির। জানা গিয়েছে, টুটু বোসের পদত্যাগ নিয়ে ফের আলোচনা হবে। এই বিষয়ে মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ বলেন, “ক্লাবে টুটুবাবুর অনেক অবদান। সেটা এত দ্রুত অস্বীকার করা যায় না। তাই আমরা আপাতত তাঁর পদত্যাগপত্র আমরা গ্রহণও করছি না, প্রত্যাখ্যানও করছি না।”
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মোহনবাগান
- ইস্তফা পত্র
- কুনাল ঘোষ