গিনেস বুকে নাম লেখালেন তুরস্কের রুমেইশা, বিশ্বের সব চেয়ে লম্বা মহিলা!
Monday, October 18 2021, 9:24 am

‘ডব্লিউ ডব্লিউ ই’-এর ‘দ্য গ্রেট খালি’-র কথা নিশ্চয়ই সকলের মনে আছে। খালির উচ্চতা হল ৭ ফুট ১০ ইঞ্চি। এবার তার সম উচ্চতার একজন মহিলার খোঁজ মিলল। তুরস্কের ২৪ বছর বয়সী এই মহিলার নাম হল রুমেইশা গেলগি। রুমেইশার উচ্চতাও ৭ ফুট ১০ ইঞ্চি অর্থাৎ প্রায় ২১৫.৬ সেন্টিমিটার। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ উচ্চ মহিলা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম উঠেছে। জন্ম থেকেই তিনি ‘উইভার সিন্ড্রোম’ নামক এক ধরনের বিরল জিনের রোগে আক্রান্ত।
- Related topics -
- আন্তর্জাতিক
- লাইফস্টাইল
- ইতিহাস