Greece Earthquake-Tsunami | গ্রিসে জোরালো ভূমিকম্পের পরই জারি সুনামির সতর্কতা!
Thursday, May 22 2025, 8:18 am

বৃহস্পতিবার সাত সকালে জোরালো ভূকম্পে কেঁপে উঠলো গ্রিস। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.০।
বৃহস্পতিবার সাত সকালে জোরালো ভূকম্পে কেঁপে উঠলো গ্রিস। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.০। এরপরই সুনামির সতর্কতা জারি করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস। জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতার কারণে, তুরস্ক, লেবানন, মিশর এবং ইজ়রায়েলের মতো প্রতিবেশী দেশগুলিতেও কম্পন অনুভূত হয়। এই ভূকম্পের গভীরতা ছিল ৭৭ কিমি এবং কেন্দ্র ছিল ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চল। প্রসঙ্গত, গত সপ্তাহেই গ্রিসের দক্ষিণ উপকূলে ধারাবাহিকভাবে কম্পন অনুভূত হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূমিকম্প
- সুনামি
- প্রাকৃতিক দুর্যোগ