Tsunami | কমছে বড় ধরনের সুনামির আশঙ্কা, রিয়েল-টাইম তথ্য মূল্যায়নে বিজ্ঞানীরা

শেষ খবর অনুযায়ী, জাপান এবং হাওয়াইতে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।
বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের জেরে জাপান এবং আমেরিকাতে সুনামি সতর্কতা জারি করা হয়। জাপানের ২২৯টি পুর এলাকা থেকে দুই মিলিয়ন অর্থাৎ কুড়ি লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। ক্যালিফোর্নিয়ার উপকূল থেকেও লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। তবে সুনামির আশঙ্কা কমেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, হাওয়াই এবং জাপানে বিপদ কমে যাওয়ার নির্দেশ জারি হয়েছে। তবে সমুদ্র উপকূল অঞ্চল এড়িয়ে চলার জন্য এখনও সতর্কতা জারি রয়েছে।