Trump Tariff | 'নিজের এক্তিয়ারের বাইরে কাজ', ট্রাম্পের শুল্কনীতি রদ করলো আমেরিকার আদালত!
Thursday, May 29 2025, 10:33 am
Key Highlightsআইনসভার সঙ্গে আলোচনা না করেই শুল্কনীতি নিয়ে নিজের এক্তিয়ারের বাইরে কাজ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প! এমনই বার্তা দিয়ে ট্রাম্পের আরোপিত যাবতীয় শুল্কনীতি রদ করে দিয়েছে আমেরিকার আদালতের তিন বিচারকের প্যানেল।
আইনসভার সঙ্গে আলোচনা না করেই শুল্কনীতি নিয়ে নিজের এক্তিয়ারের বাইরে কাজ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প! এমনই বার্তা দিয়ে ট্রাম্পের আরোপিত যাবতীয় শুল্কনীতি রদ করে দিয়েছে আমেরিকার আদালতের তিন বিচারকের প্যানেল। বিভিন্ন দেশের উপর শুল্ক চাপাতে ট্রাম্প ব্যবহার করেছিলেন ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (IEEPA)। নিউ ইয়র্কে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত জানিয়েছে, এই আইন জরুরি পরিস্থিতিতে নিষেধাজ্ঞা চাপানোর জন্য। কোনওভাবেই তা শুল্ক বসানোর জন্য নয়

