Trump Tariff-China | একই হারে সুদ চাপাতে চায় বেজিং! চিনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ কর চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের!

চিনের ওপর ৫০ শতাংশ কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু পাল্টা বেজিং জানায়, একই হারে তারাও সুদ চাপাবে আমেরিকার উপর।
চিনের ওপর ৫০ শতাংশ কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু পাল্টা বেজিং জানায়, একই হারে তারাও সুদ চাপাবে আমেরিকার উপর। কিন্তু চিনের এই পদক্ষেপে মোটেই খুশি নন ডোনাল্ড ট্রাম্প। যার ফলে,২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ৯ এপ্রিল থেকে চিনের উপর আরও ৫০ শতাংশ শুল্ক বসানোর কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চিনা পণ্যের উপর মার্কিন শুল্ক গিয়ে দাঁড়াবে ৯৪ শতাংশে। কারণ বিশ্বের সমস্ত দেশের পণ্যের উপরেই ১০ শতাংশ কর বসায় আমেরিকা।