Trump Tariff | ইউরোপের ওপর শুল্ক কার্যকর পিছিয়ে দেবেন ট্রাম্প? প্রেসিডেন্ট উর্সুলার সঙ্গে আলোচনায় হোয়াইট হাউস!
Tuesday, May 27 2025, 8:38 am

১ জুন থেকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন মুলুকে আনা সমস্ত আমদানির উপর ব্ল্যাঙ্কেট ৫০% শুল্ক চাপানোর কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১ জুন থেকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন মুলুকে আনা সমস্ত আমদানির উপর ব্ল্যাঙ্কেট ৫০% শুল্ক চাপানোর কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ৪৮ ঘন্টা পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প দাবি করেছেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা হোয়াইট হাউসের সঙ্গে দ্রুত আলোচনা মিটিয়ে ফেলে উভয়পক্ষের কাছে গ্রহণযোগ্য বাণিজ্য সমঝোতায় আসতে রাজি হয়েছেন। এদিকে উর্সুলাও এক পৃথক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাঁর ‘ভালো’ কথা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- শুল্ক
- ইউরোপ