আন্তর্জাতিক

US-Ukraine | মিষ্টি কথায় চিড়ে ভিজলো না, ইউক্রেনের সবরকম সামরিক অনুদান বন্ধ করলেন ট্রাম্প

US-Ukraine | মিষ্টি কথায় চিড়ে ভিজলো না, ইউক্রেনের সবরকম সামরিক অনুদান বন্ধ করলেন ট্রাম্প
Key Highlights

ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৮ ফেব্রুয়ারি, হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনেই বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেণ প্রেসিডেন্ট জ়েলেনস্কি। পরে অবশ্য জ়েলেনস্কি নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্পের প্রশংসা করেন। তবে তাতে গলেননি ট্রাম্প। হোয়াইট হাউসের সূত্রে খবর, জেলেনস্কি শান্তি চুক্তিতে সই না করা অবধি ইউক্রেনের সবরকম সামরিক সাহায্য বন্ধ করছে আমেরিকা। ফলে জেলেনস্কির সবরকম পরিকল্পনা বিশ বাঁও জলে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এতদিন পর্যন্ত তাঁর ভরসা ছিল আমেরিকার সামরিক সাহায্য। এবার পুতিনের বিরুদ্ধে নড়বড়ে হলো ইউক্রেন।