Venezuela-Trump | 'আকাশসীমা শীঘ্রই খুলে দেবে ভেনেজ়ুয়েলা'-ঘোষনা প্রেসিডেন্ট ট্রাম্পের
Friday, January 30 2026, 3:05 am

Key Highlightsট্রাম্প জানিয়েছেন, মার্কিন পরিবহন সচিব শন ডাফি এবং আমেরিকান সামরিক আধিকারিকদের দিন শেষ হওয়ার মধ্যে ভেনেজ়ুয়েলার আকাশসীমা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছেন ট্রাম্প। প্রকাশ্যে ভেনেজুয়েলা অধিকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকান ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজ়ুয়েলার আকাশসীমা এবং প্রতিবেশী ক্যারিবিয়ান অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির জন্যে NOTAM (বিমানকর্মীদের জন্য নোটিশ) জারি করা হয়। এবার ভেনেজুয়েলার আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের। তিনি বলেন, ‘আমেরিকান নাগরিকরা শীঘ্রই ভেনেজ়ুয়েলা যেতে পারবেন। সেখানে নিরাপদে থাকবেন তাঁরা।’
- Related topics -
- আন্তর্জাতিক
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- donald trump
- ভেনেজুয়েলা
- আমেরিকা


